ডাকার র্যালি ২০২৫-এ অ্যালেস লোপ্রেইস: নতুন ট্রাক, নতুন ক্রু
ডাকার র্যালি ক্যারিয়ারে অ্যালেস লোপ্রেইসের নতুন অধ্যায়ের সূচনা!
প্রিয় ট্রেডার! দয়া করে জেনে রাখুন যে ৬ সেপ্টেম্বর, ২০২১ ট্রেডিংয়ের সময় পরিবর্তিত হবে। আপনার ট্রেডিং অর্ডার দেওয়ার ক্ষেত্রে উক্ত বিষয় বিবেবচনায় রাখুন। এই পরিবর্তন উক্ত তারিখে নিম্নোক্ত ইন্সট্রুমেন্টগুলোর জন্য প্রযোজ্য হবে:
আপনার কোনো প্রশ্ন থাকলে দয়া করে ইন্সটাফরেক্স কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন।