GBP/USD পেয়ারের 5M চার্টের বিশ্লেষণ
বৃহস্পতিবার আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় GBP/USD পেয়ারের ট্রেড করা হয়েছে। হ্যাঁ, ব্রিটিশ মুদ্রার দর বৃদ্ধিকে শক্তিশালী বৃদ্ধি বলা যাবে না, তবে তারপরও এই পেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এখন মূল্য ইচিমোকু সূচক লাইনের উপরে অবস্থান করছে। ফলে, এই পেয়ারের মূল্যের নিম্নগামী প্রবণতা শুরু হওয়ার সাথে সাথেই শেষ হয়ে গেছে, যে ব্যাপারে আমরা সপ্তাহের শুরুতেই সতর্ক করেছিলাম। এমনকি এই পেয়ারের মূল্য ট্রেন্ড লাইন অতিক্রম করলেও, যা পরপর কয়েক সপ্তাহ ধরে গঠিত হচ্ছিল, সেটি মার্কিন মুদ্রাকে সাহায্য করেনি। কিন্তু মার্কেটের ট্রেডাররা কি করতে পারে যদি প্রায় সকল মার্কিন প্রতিবেদনের ফলাফল মার্কেটে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে?
আমরা ইতোমধ্যে উল্লেখ করেছি যে মূল্য সমস্যাটি প্রতিবেদনের ফলাফলে নয় বরং পূর্বাভাসের মধ্যে রয়েছে, কারণে প্রায়শই অতি আশাবাদী পূর্বাভাস দেয়া হচ্ছে। যাইহোক, এটা কী এমন পার্থক্য গড়ে দেয়? ট্রেডাররা যেভাবে ট্রেড করে সেভাবেই মার্কেটে ট্রেডিং করা হয়। যদি তারা পূর্বাভাস পূরণ করে না এমন ফলাফলের উপর ভিত্তি করে কাজ করে সন্তুষ্ট হয়, তবে তাই হোক। দুর্ভাগ্যবশত, মৌলিক পটভূমি এখন খুব একটা বিশেষ ভূমিকা পালন করছে না, কারণ ব্যাংক অফ ইংল্যান্ড ইতোমধ্যেই মুদ্রানীতি নমনীয় করতে শুরু করেছে, কিন্তু এই বিষয়টি ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ নয়।
তুলনামূলকভাবে শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক পটভূমির কারণে খুব দুর্বল মাত্রার অস্থিরতা থাকা সত্ত্বেও, গতকালের ট্রেডিং সিগন্যালগুলো বেশ কার্যকর ছিল। প্রথমে, এই পেয়ারের মূল্য গুরুত্বপূর্ণ কিজুন-সেন লাইন থেকে বাউন্স করে, তারপর মূল্য 1.3175 এর লেভেলে উঠে এবং সেখান থেকে দুবার বাউন্স করে। ফলে, প্রথম সিগন্যালের ক্ষেত্রে ট্রেডাররা একটি লং পজিশন ওপেন করতে পারে, যা 1.3175 লেভেলের কাছাকাছি ক্লোজ করা উচিত ছিল। দ্বিতীয় সিগন্যালের ক্ষেত্রে, একটি শর্ট পজিশন ওপেন করা সম্ভব ছিল, কিন্তু এটি থেকে লাভ করা সম্ভব ছিল না, কারণ মূল্য নিকটতম লক্ষ্যমাত্রা কিজুন-সেন লাইনে না যেয়েই দুইবার 1.3175 এর লেভেলে ফিরে এসেছে। এই পেয়ারের মূল্যের দুর্বল মাত্রার অস্থিরতার পরিপ্রেক্ষিতে, প্রায় 20 পিপসের মুনাফাও খুব একটা খারাপ নয়।
COT রিপোর্ট:
ব্রিটিশ পাউন্ডের COT রিপোর্টে দেখা গেছে যে সাম্প্রতিক বছরগুলোতে কমার্শিয়াল ট্রেডারদের সেন্টিমেন্ট প্রায়শই পরিবর্তিত হয়েছে। লাল এবং নীল লাইন, যা কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশনের প্রতিনিধিত্ব করে, ক্রমাগত একে অপরকে ছেদ করছে এবং প্রায়শই শূন্য চিহ্নের কাছাকাছি রয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে যখন লাল লাইনটি শূন্যের নিচে ছিল তখন এই পেয়ারের মূল্যের শেষ নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছিল। অতএব, 1.3154 লেভেলের আশেপাশে এই পেয়ারের দরপতনের প্রত্যাশা করা যেতে পারে, তবে এই অনুমানটির ব্যাপারে সময়ের সাথে সাথে নিয়মিত নিশ্চিতকরণের প্রয়োজন হবে।
ব্রিটিশ পাউন্ডের সর্বশেষ COT রিপোর্ট অনুসারে, নন-কমার্শিয়াল গ্রুপ 26,500টি বাই কন্ট্র্যাক্ট এবং 4,100টি শর্ট কনট্র্যাক্ট ওপেন করেছে। ফলস্বরূপ, নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন এক সপ্তাহে 22,400 কন্ট্র্যাক্ট বৃদ্ধি পেয়েছে, তবে সামগ্রিকভাবে, এটি পতনের পরিবর্তে এখনও বাড়ছে।
মৌলিক পটভূমি এখনও পাউন্ড স্টার্লিংয়ের দীর্ঘমেয়াদী ক্রয়ের জন্য কোন ভিত্তি প্রদান করে না, এবং বাস্তবিক অর্থেই বিশ্বব্যাপী পাউন্ডের মূল্যের নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু করার সুযোগ রয়েছে। যাইহোক, সাপ্তাহিক টাইমফ্রেমে একটি অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন গঠিত হয়েছে। অতএব, যতক্ষণ না মূল্য এই ট্রেন্ড লাইন অতিক্রম করে ততক্ষণ পাউন্ডের দীর্ঘমেয়াদী দরপতনের সম্ভাবনা নেই। সবকিছু সত্ত্বেও, পাউন্ডের দর বৃদ্ধি অব্যাহত রয়েছে। এমনকি যখন COT রিপোর্টে দেখা যাচ্ছে যে বড় ট্রেডাররা পাউন্ড বিক্রি করছে, তখনও এটির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
GBP/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ
প্রতি ঘণ্টার চার্টে, GBP/USD পেয়ারের মূল্যের কারেকশন অব্যাহত রয়েছে, কিন্তু এই কারেকশন যেকোনো মুহূর্তে থেমে যেতে পারে। সেনকৌ স্প্যান বি লাইনের নিচে এই পেয়ারের মূল্য কনসলিডেট করতে ব্যর্থ হওয়ার কারণে এই কারেকশন থেমে যেতে পারে। এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল স্বাভাবিকভাবেই পূর্বাভাসের চেয়ে দুর্বল ছিল এবং আজ ডলারের ক্ষেত্রে ভাল কিছুই আশা করা হচ্ছে না। এই পেয়ারের মূল্য কারেকশন করেছে, কিন্তু এখনও পর্যন্ত, নতুন করে এই পেয়ারের মূল্য নিম্নমুখী প্রবণতা শুরু করতে সক্ষম হয়নি।
৬ সেপ্টেম্বরের জন্য, আমরা নিম্নলিখিত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি: 1.2605-1.2620, 1.2691-1.2701, 1.2796-1.2816, 1.2863, 1.2981-1.2987, 1.3050, 1.3119, 1.3175, 1.3222, 1.3273, 1.3367। সেনকৌ স্প্যান বি (1.3095) এবং কিজুন-সেন (1.3145) লাইনগুলোও সিগন্যালের উৎস হিসাবে কাজ করতে পারে। মূল্য 20 পিপস দ্বারা অভিপ্রেত দিকে চলে গেলে ব্রেকইভেনে স্টপ লস সেট করতে ভুলবেন না। ইচিমোকু ইন্ডিকেটর লাইনগুলি দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল নির্ধারণ করার সময় এটি বিবেচনা করা উচিত।
শুক্রবার যুক্তরাজ্যে কোন আকর্ষণীয় ইভেন্ট নির্ধারিত নেই। যাইহোক, মার্কিন যুক্তরাষ্ট্রে নন-ফার্ম পে-রোল এবং বেকারত্বের হার সংক্রান্ত অতি-গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে। চলতি সপ্তাহে এই প্রতিবেদনগুলোর ফলাফলের ওপর মার্কিন ডলারের ভাগ্য নির্ভর করছে। এখন পর্যন্ত, সবকিছুই এই পেয়ারের দরপতন নির্দেশ করছে। যাই হোক না কেন, সেনকৌ স্প্যান বি লাইনের উপরে যেকোন নিম্নগামী মুভমেন্ট কেবলমাত্র একটি কারেকশন হিসেবে বিবেচিত হবে।
চার্টের সূচকসমূহের বর্ণনা:
মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।
কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।
এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।
হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।
COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।