EUR/USD পেয়ারের 5M চার্টের বিশ্লেষণ
সোমবার এবং মঙ্গলবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে। যদিও গত দুই দিনের ট্রেডিংয়ে ইউরো প্রায় 100 পিপস দরপতনের শিকার হয়েছে, তবে এটির মূল্য এখনও 1.0340 থেকে 1.0450 এর সাইডওয়েজ রেঞ্জের মধ্যে রয়েছে। গত দুই দিনে, ইউরোর মূল্য এই রেঞ্জের উপরের সীমানা থেকে নিম্ন সীমানায় নেমে এসেছে। মূল্য নিম্ন সীমানা থেকে ফিরে উপরের সীমানায় উঠতে পারে। তবে, মধ্যমেয়াদে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অক্ষুণ্ন রয়েছে, এবং এটি কেবল সময়ের ব্যাপার যে মূল্য 1.0340 লেভেলটি ব্রেক করে আরও নিচে 1.0000 এর লক্ষ্যমাত্রার দিকে যেতে পারে। বছরের শেষের দিকে নববর্ষের পূর্বে মার্কেটের ট্রেডাররা ইউরোর বিক্রি চালিয়ে যাওয়ায় সেটি অনেক কিছু স্পষ্ট করে দেয়।
শেষ দুই দিনের ট্রেডিংয়ে ইউরোজোন বা যুক্তরাষ্ট্রে কোনো উল্লেখযোগ্য ফান্ডামেন্টাল ইভেন্ট অনুষ্ঠিত হয়নি বা কোন সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি, তাই বিশ্লেষণ করার মতো তেমন কিছু নেই।
মঙ্গলবার, একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় সেশনে, মূল্য একটি ক্রিটিক্যাল লাইনের আশেপাশে ঘোরাফেরা করছিল। তবে, মার্কিন সেশনের শুরুতে মূল্য এই লেভেল থেকে রিবাউন্ড করে এবং নিম্নমুখী হতে শুরু করে। দিনের শেষে, মূল্য 1.0340–1.0366 রেঞ্জে পৌঁছে, যেখানে মুনাফা নিশ্চিত করা যেতে পারত।
COT রিপোর্ট
১৭ ডিসেম্বর প্রকাশিত সাম্প্রতিক কমিটমেন্ট অফ ট্রেডার্স (COT) রিপোর্টে স্পষ্টভাবে বাজারের প্রবণতা দেখা যাচ্ছে। নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন দীর্ঘদিন ধরেই বুলিশ ছিল, কিন্তু সম্প্রতি বিক্রেতারা মার্কেটের আধিপত্য অর্জন করেছে। দুই মাস আগে, কমার্শিয়াল ট্রেডারদের শর্ট পজিশনের সংখ্যা তীব্রভাবে বেড়েছে, যা দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো নেট পজিশনের সংখ্যাকে নেগেটিভ মানে নিয়ে এসেছে। এটি এই ইঙ্গিত দেয় যে এখন ইউরো কেনার চেয়ে বেশি বিক্রি হচ্ছে।
আমরা এখনও ইউরোর মূল্য বৃদ্ধি ঘটাতে পারে এমন কোন মৌলিক কারণ দেখতে পাচ্ছি না এবং প্রযুক্তিগত বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে এই পেয়ারের মূল্য কনসলিডেশন জোনে রয়েছে -যা মূলত ফ্ল্যাট মার্কেটে হিসেবে বিবেচনা করা যায়। সাপ্তাহিক টাইমফ্রেমে, এটা স্পষ্ট যে ডিসেম্বর 2022 (!!!) থেকে এই পেয়ার 1.0448 এবং 1.1274 এর রেঞ্জের মধ্যে ট্রেড করছে। অতএব, আরও দরপতনের সম্ভাবনাই বেশি। এই পেয়ারের মূল্য 1.0448 এর লেভেল ব্রেক করে নিচের দিকে গেলে ব্যাপক দরপতনের নতুন সম্ভাবনা উন্মুক্ত করবে।
COT চার্টে লাল এবং নীল লাইনগুলো একে অপরকে অতিক্রম করেছে এবং একে অপরের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করেছে, যা মার্কেটে বিয়ারিশ প্রবণতার ইঙ্গিত দেয়। সর্বশেষ সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী, নন-কমার্শিয়াল গ্রুপের লং পজিশনের সংখ্যা 4,700 কমেছে, যেখানে শর্ট পজিশনের সংখ্যা 14,400 কমেছে। ফলস্বরূপ, ফলস্বরূপ, নেট পজিশনের সংখ্যা প্রায় 10,000 বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটি সামগ্রিকভাবে মার্কেটে বিয়ারিশ প্রবণতার পরিবর্তন ঘটাতে পারছে না।
EUR/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, একটি ফ্ল্যাট রেঞ্জের মধ্যে এই কারেন্সি পেয়ারের ট্রেডিং চলমান রয়েছে। আমরা আশা করছি যে এই রেঞ্জ থাকা সত্ত্বেও মধ্যমেয়াদে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু হবে। ফেডারেল রিজার্ভ 2025 সালে কেবল 1–2 বার সুদের হার কমাবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমানে মার্কেটের ট্রেডারদের মূল্যায়নের চেয়ে অনেক বেশি হকিশ বা কঠোর অবস্থান। আমরা এখনও ইউরোর মূল্যের উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য কোনো যৌক্তিকতা দেখতে পাচ্ছি না। এছাড়াও, ইউরোর মূল্য 1.0340–1.0366 রেঞ্জ থেকে বেরিয়ে আসতে সংগ্রাম করছে। ছুটির সময়ে এই পেয়ারের মূল্যের ফ্ল্যাট থাকার প্রবণতা দেখা গেছে, যা সম্পূর্ণ যৌক্তিক।
২ জানুয়ারির জন্য, আমরা নিম্নলিখিত ট্রেডিং লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে উল্লেখ করছি: 1.0195, 1.0269, 1.0340-1.0366, 1.0485, 1.0585, 1.0658-1.0669, 1.0757, 1.0797, 1.0843, এবং 1.0889। এছাড়াও, আমরা সেনকৌ স্প্যান বি লাইন (1.0440) এবং কিজুন-সেন লাইন (1.0402) সিগন্যালের উৎস হিসেবে কাজ করতে পারে। এই পেয়ারের মূল্য নির্ধারিত দিকে 20 পিপস মুভমেন্টের পর ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। মনে রাখবেন যে ইচিমোকু সূচকের লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, যা ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় বিবেচনা করা উচিত।
বৃহস্পতিবার, জার্মানি এবং ইউরোজোনে ডিসেম্বরের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স' ইনডেক্সের (PMI) চূড়ান্ত অনুমান প্রকাশিত হবে, তবে আমরা এই পরিসংখ্যানগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি। একইভাবে, যুক্তরাষ্ট্রে জবলেস ক্লেইম এবং ডিসেম্বরের সংশোধিত ম্যানুফ্যাকচারিং PMI সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে, যেগুলোকে আমরা গুরত্বের দিক থেকে গৌণ প্রতিবেদন হিসেবে বিবেচনা করছি।
চার্টের সূচকসমূহের বর্ণনা:
- মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে না।
- কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।
- এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।
- হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।
- COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।